বুধবার, ইসরাইলি আইন প্রণেতারা দখলকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করার জন্য দুটি বিল পাসের পক্ষে ভোট দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজা উপত্যকায় ইসরাইলের দুই বছরের সামরিক আক্রমণ বন্ধ করার লক্ষ্যে একটি চুক্তি পাস করার মাত্র এক সপ্তাহ পরে বিল দুটি অনুমোদন করে পার্লামেন্ট।
এদিকে, ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে, দখলকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করলে ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার গুরুত্বপূর্ণ সমর্থন হারাবে।
আরও পড়ুন:ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে বসতে চায় হামাস
বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে, পররাষ্ট্র মন্ত্রণালয় দখলকৃত পশ্চিম তীরের উপর তথাকথিত ইসরাইলি সার্বভৌমত্ব আরোপের লক্ষ্যে দুটি খসড়া আইনের ইসরাইলি নেসেটের অনুমোদনের কঠোর ভাষায় নিন্দা জানায়। এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করে।
এই যৌথ বিবৃতিতে সৌদি আরব, মিশর, কাতার এবং তুরস্কসহ ১৪টি দেশ স্বাক্ষর করেছে।
এফও উল্লেখ করেছে, এই পদক্ষেপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব, বিশেষ করে প্রস্তাব ২৩৩৪ লঙ্ঘন করেছে, যা ১৯৬৭ সাল থেকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জনসংখ্যাগত গঠন, চরিত্র এবং মর্যাদা পরিবর্তনের লক্ষ্যে ইসরাইলি সকল পদক্ষেপের নিন্দা করে।
এতে উল্লেখ করা হয়েছে যে, পশ্চিম তীরকে সংযুক্ত করার ইসরাইলি পদক্ষেপ আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক মতামতের বিরুদ্ধে যা ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলি দখলের অবৈধতা এবং অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণ ও সংযুক্তিকরণের পদক্ষেপের অবৈধতা নিশ্চিত করে।
এফও আরও জানিয়েছে, আদালত রায় দিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই।
বিবৃতিতে দেশগুলো ইসরাইলের একতরফা এবং অবৈধ নীতি ও অনুশীলনের ধারাবাহিকতার বিরুদ্ধেও সতর্ক করেছে।
আরও পড়ুন:মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
এর আগে বুধবার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করার বিল অনুমোদন হয়। ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ১২০ জন আইনপ্রণেতার মধ্যে ২৫-২৪ ভোটে বিলটি পাস হয়। বিলটি আইনে পরিণত হওয়ার জন্য চার ধাপে ভোটাভুটির প্রয়োজন। বুধবার ছিল এর প্রথম ধাপ।
]]>
৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·