গত ১০ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এরপরও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরাইল। গাজার সরকারি গণমাধ্যম অফিসের মতে, গত ৪৪ দিনে অন্তত ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইলি বাহিনী।
এসব হামলায় এখন পর্যন্ত ৩৪২ জন নিরস্ত্র মানুষ নিহত হয়েছেন। যার বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৭৮৮ জন। সবশেষ গত শনিবার (২২ নভেম্বর) যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হন।
আরব নিউজের প্রতিবেদন মতে, ইসরাইলের এই অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি আলোচনার জন্য আজ রোববার হামাসের একটি প্রতিনিধিদল কায়রোয় পৌঁছেছেন। গোষ্ঠীটির প্রধান আলোচক খলিল আল-হায়ার নেতৃত্বে দলটি মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।
আরও পড়ুন: ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্তে স্পেনে বসলো আন্তর্জাতিক গণ-আদালত
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী হামাস ও হিজবুল্লাহর ওপর আক্রমণ চালিয়ে যাবে। তার দাবি, উভয় গোষ্ঠীই ইসরাইলের সাথে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।
তবে হামাস কর্মকর্তারা সৌদি সংবাদমাধ্যম আশার্ক আল-আওসাতকে বলেছেন, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দাবি করেছেন, তারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে কোনো আক্রমণ চালায়নি।
]]>
৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·