সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ সময় মধ্য ইসরাইলজুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে এবং লাখো মানুষকে বাঙ্কারে পাঠানো হয়।
টাইমস অব ইসরাইল বলেছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইউরোপ থেকে আসা চারটি বিমানকে জরুরি ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয় এবং বিমানবন্দরের আশেপাশে না আসার জন্য নির্দেশনা দেয়া হয়।
আরও পড়ুন: ইসরাইলি হামলার মধ্যে পড়ে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
যদিও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ৩০ মিনিটের মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।
ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে।
জরুরি অ্যাম্বুলেন্স সেবা দ্য মেগান ডেভিড আদম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে বাঙ্কারে প্রবেশের সময় ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে হুতিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: ইয়েমেনে ফের ইসরাইলের বিমান হামলা
গত কয়েকদিন ধরেই ইসরাইল ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে হামলা পালটা হামলা চলছে। চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ব্যাপক বিমান হামলা চালিয়ে দেশটির সামরিক শক্তি ধ্বংস করে দেয় ইসরাইল। এরপর গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা শুরুর নির্দেশ দেন বেনিয়ামিন নেতানিয়াহু।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চলতি সপ্তাহতে কয়েক দফায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর বৃহস্পতিবার পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী। রাজধানী সানার এক বিমানবন্দর ছাড়াও একটি সামরিক ঘাঁটি ও একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে ছয়জন নিহত হন।
]]>