ইসরাইলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতির!

৩ সপ্তাহ আগে
ইসরাইলের প্রধান বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং একটি মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা একটি ‘ফিলিস্তিন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে।

 

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।’

 

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলকে আবার কাঁপিয়ে দিলো হুতিরা!

 

তবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে প্রবেশের আগে তারা তা প্রতিহত করেছে।
হুথিরা আরও জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ এবং বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ‘ক্ষেপণাস্ত্র এবং ড্রোন’ নিক্ষেপ করেছে। 

 

بيان القوات المسلحة اليمنية بشأن تنفيذ عملية عسكرية استهدفت مطار بن غوريون في منطقة يافا المحتلة بصاروخ باليستي فرط صوتي نوع فلسطين2، وعملية استهدفت حاملة الطائرات الأمريكية "يو أس أس هاري ترومان" وعددا من القطع الحربية التابعة لها بعدد من الصواريخ والطائرات المسيرة.. pic.twitter.com/yuHeeOCZr7

— العميد يحيى سريع (@army21ye) March 23, 2025

 

যদিও হুতিদের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র।  

 

আরও পড়ুন: গাজায় হামলা চলছেই, ৫০ হাজার ছাড়ালো নিহতের সংখ্যা

 

সূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন