সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার (২৩ নভেম্বর) বিকেলে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের বৈরুতের আবাসিক ভবনগুলো। কয়েক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যায় পুরো এলাকা। ধসে পড়ে ভবন। ক্ষতিগ্রস্ত হয় বহু যানবাহন। লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহর চিফ অব স্টাফকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন।
ইসরাইলের এ বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাই প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া হামলায় প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন, আহত হন অনেকে।
হামলার পরই লেবানিজ সেনা, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ইউনিট দ্রুত এলাকায় পৌঁছে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে চাপ বাড়ানোর আহ্বান জানান।
আরও পড়ুন: ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ১৭ জনের মৃত্যুদণ্ড দিলো হুতি
এ হামলা সফল হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু জানান, হামলার লক্ষ্যই ছিল হিজবুল্লাহর সামরিক প্রধান আলি তাবতাবাই। ভিডিও বার্তায় তিনি বলেন, তাবাতাবাই হিজবুল্লাহর অস্ত্র সংগ্রহ ও জনবল বাড়ানোর উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছিলেন।
আল তাবতাবাইতের নিহতের খবর নিশ্চিত করে হিজবুল্লাহ বলেছে, হামলা চালিয়ে ইসরাইল একটি ‘গুরুতর সীমারেখা’ লঙ্ঘন করেছে।
গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরাইলের এটাই প্রথম হামলা। এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন সম্প্রতি হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ব্যক্তি ও নিশানার ওপর হামলা জোরদার করেছে ইসরাইল।
সংগঠনটির দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইল ‘অবিরাম আগ্রাসন’ চালিয়ে যাচ্ছে। এ ধরনের আঘাত সীমান্তজুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে দিতে পারে বলেও শঙ্কা সংগঠনটির।
]]>
৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·