ইসরাইলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত

৩ সপ্তাহ আগে
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। রোববার (২৩ মার্চ) ভোরে উপত্যকার দক্ষিণের খান ইউনিসে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল স্ত্রীসহ নিহত হয়েছেন।

হামাসের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য বারদাউইল এবং তার স্ত্রী নিহত হয়েছেন। 

 

এর আগে খান ইউনিসে একটি বাড়িতে ইসরাইলি অভিযানে চারজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছিল। এ বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: ইসরাইলি হামলায় গাজা ও লেবাননে নিহত ৩৯

 

টানা ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ১৯ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয়। এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত মঙ্গলবার ভোররাতে গাজায় আবার হামলা শুরু করে ইসরাইল। এর পর থেকে উত্তর থেকে দক্ষিণ—উপত্যকাটির সর্বত্র নৃশংস হামলা চলে।

مصادر عائلية: عضو المكتب السياسي لحركة حماس، صلاح البردويل، ارتقى ساجداً خلال قيامه ليلة الـ 23 من رمضان في خيمته برفقة زوجته بمواصي خانيونس pic.twitter.com/V0gIVvbdMi

— شبكة قدس الإخبارية (@qudsn) March 22, 2025

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, গাজা উপত্যকার বিভিন্ন অংশে গত ২৪ ঘণ্টায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

আরও পড়ুন: ইসরাইলের হামলা / ‘নতুন যুদ্ধে’ জড়ানোর সতর্কবার্তা লেবাননের

 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‍যুদ্ধ শুরুর পর গাজায় ৪৯ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

ইসরাইলের অব্যাহত হামলার জেরে তীব্র সংকটে ভুগছে যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালগুলো। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যার অভাবে প্রায় অকেজো উপত্যকাটির চিকিৎসাব্যবস্থা। মেমাদানি হাসপাতাল, যা গাজার অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র, বর্তমানে আহতদের সামলাতে হিমশিম খাচ্ছে।

 

চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেক রোগীকে সঠিক চিকিৎসা দেয়া যাচ্ছে না।
 

]]>
সম্পূর্ণ পড়ুন