সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুসারে, বিক্ষোভের সময় ভারতীয়দের হাতে ইসরাইলি ও পাকিস্তানিদের হাতে ফিলিস্তিনি পতাকা দেখা গেছে।
জানা যায়, কাশ্মীর হামলার লন্ডনসহ যুক্তরাজ্যের অন্যান্য শহরে প্রবাসী সম্প্রদায়ের (ভারত ও পাকিস্তানের) মধ্যে বিক্ষোভ শুরু হয়।
এ উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে যখন একজন পাকিস্তানি কূটনীতিককে বিক্ষোভকারীদের দিকে ‘আপত্তিকর’ ইশারা করতে দেখা যায়। টাইমস অব ইন্ডিয়া ওই ব্যক্তিকে একজন সিনিয়র পাকিস্তানি সেনা কর্মকর্তা হিসেবে দাবি করেছে।
এদিকে জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ‘কঠোর ভাষায় নিন্দা’ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সংস্থাটি জোর দিয়ে বলেছে, এই ঘটনায় দায়ীদের জবাবদিহি করতে হবে এবং এই হত্যাকাণ্ডের পেছনে যারা সমর্থন দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।
আরও পড়ুন: পাকিস্তানের পর বাংলাদেশকেও পানি না দেয়ার আহ্বান বিজেপি এমপির!
১৫ জাতির নিরাপত্তা কাউন্সিল ‘জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীর হামলায়’ একটি প্রেস বিবৃতি জারি করেছে। যেখানে সদস্যরা হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই নিন্দনীয় কাজের অপরাধী, সংগঠক, অর্থায়নকারী এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহি করার এবং তাদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে।’
এ বিষয়ে আন্তর্জাতিক আইন এবং প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের প্রস্তাবের অধীনে আইন মেনে সব রাষ্ট্রকে কর্তৃপক্ষের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
]]>