ইসরাইলি অর্থমন্ত্রীর পদত্যাগ, নেতানিয়াহুর জোটে আরও উত্তেজনা

২ সপ্তাহ আগে
ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পদত্যাগ করেছেন। সোমবার (৩১ মার্চ) তিনি পদত্যাগ করেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোটের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠল।

মঙ্গলবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


স্মোট্রিচের একজন মুখপাত্র বলেছেন, জাতীয়তাবাদী-ধর্মীয় ইহুদি পাওয়ার পার্টির প্রধান ইতামার বেন গভিরের সরকারে ফিরে আসার পর আরও মন্ত্রী পদের জন্য অনুরোধের প্রতিবাদে পদত্যাগ করলেন অর্থমন্ত্রী।

 

আরও পড়ুন:যুদ্ধবিরতি প্রস্তাবের পর হামাসের উপর চাপ বাড়ানোর ঘোষণা নেতানিয়াহুর

 

স্মোট্রিচ এখন ইসরাইলের পার্লামেন্ট নেসেটে তার আসনে ফিরে আসবেন। সেখানে অতি-ডানপন্থি রিলিজিয়াস জায়োনিজম দলের আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন, যার নেতৃত্ব তিনি দিচ্ছেন।


নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করা নিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের সাথে বিরোধের জেরে এই পদত্যাগপত্র জমা দেন স্মোট্রিচ। 

 

স্মোট্রিচের দল বেন-গভিরের প্রতি রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।


এই পদক্ষেপটি ইসরাইলের অতি-ডানপন্থি জোটের মধ্যে হওয়া ভাঙনকে আরও বাড়িয়ে দিল। সাম্প্রতিক মাসগুলোতে গুরুত্বপূর্ণ নিয়োগ এবং নীতিমালা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে পড়ে এই জোট। 

 

আরও পড়ুন:ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ

]]>
সম্পূর্ণ পড়ুন