ইসরাইলগামী এয়ার ইন্ডিয়ার বিমান ঘুরে গেল আবুধাবিতে

২ সপ্তাহ আগে
ইসরাইলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর, দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান আবুধাবিতে ঘুরিয়ে নেয়া হয়েছে। রোববার (৪ মে) ইসরাইলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়।

পিটিআই এর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৩৯ তেল আবিবে অবতরণ করার এক ঘণ্টারও কম সময় বাকি থাকার মধ্যে ক্ষেপণাস্ত্র হামলাটি ঘটে।


ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪.কম এর তথ্য অনুসারে, বিমানটি যখন আবুধাবিতে ঘুরিয়ে দেয়া হয়েছিল তখন জর্ডানের আকাশসীমায় ছিল।

 

আরও পড়ুন:ইসরাইলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, ফ্লাইট চলাচল স্থগিত


এদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ‘বিমানটি আবুধাবিতে স্বাভাবিকভাবে অবতরণ করেছে এবং শিগগিরই দিল্লিতে ফিরে আসবে।’


এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আজ সকালে বেন গুরিওন বিমানবন্দরে একটি ঘটনার পর আবুধাবিতে ঘুরিয়ে দেয়া হয়। বিমানটি আবুধাবিতে স্বাভাবিকভাবে অবতরণ করে এবং শিগগিরই তা দিল্লিতে ফিরে আসবে।’

 

এতে আরও জানানো হয়, দিল্লি এবং তেল আবিবের মধ্যে বিমান চলাচল ৬ মে পর্যন্ত স্থগিত থাকবে।

 

মুখপাত্র আরও বলেন, ‘এতে আমাদের গ্রাহক এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেল আবিব থেকে আমাদের কার্যক্রম তাৎক্ষণিকভাবে ৬ মে পর্যন্ত স্থগিত থাকবে। আমাদের কর্মীরা গ্রাহকদের সহায়তা করছেন এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।’


এদিকে, রোববার ইসরাইলি পুলিশ জানায়, ‘ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তা তেল আবিবে দেশটির প্রধান বিমানবন্দরের পাশে গিয়ে পড়ে। এতে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। 

 

এ সময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে একটি যাত্রী টার্মিনাল থেকে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

 

আরও পড়ুন:সিরিয়ায় ফের বিমান হামলা ইসরাইলের, বেশ কয়েকজন হতাহত

 

অন্যদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ হামলার দায় স্বীকার করেছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন