ইসরাইল কিছু শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর দুই নেতার কথোপকথন হলো।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা।
প্রতিবেদনে বলা হয়, স্টারমার ফিলিস্তিন বিষয়ে যুক্তরাজ্যের সিদ্ধান্ত সম্পর্কে আব্বাসকে অবহিত করেন। তিনি বলেন, ইসরাইল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া হবে এবং অন্যান্য পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন: ইসরাইলকে আল্টিমেটাম: স্টারমারের ঘোষণা নিয়ে যা বললেন নেতানিয়াহু
মাহমুদ আব্বাসকে এ বিষয়ে আলোচনার জন্য স্টারমার লন্ডনে আমন্ত্রণ জানিয়েছেন বলেও ওয়াফার প্রতিবেদনে বলা হয়।
ওয়াফায় প্রকাশিত একটি পৃথক বিবৃতিতে বলা হয়, দুই নেতা গাজায় চলমান ভয়াবহ দুর্ভোগের তীব্র নিন্দা করেছেন। মাহমুদ আব্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের জন্য প্রশংসা করেন এবং অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
এর আগে মঙ্গলবার নিজের মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার বলেন, ‘যদি ইসরাইল গাজায় ভয়াবহ পরিস্থিতি অবসানে বাস্তব পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ না হলে আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।’
]]>