ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর অমানবিক অত্যাচার বিশ্বকে অবাক করে দিয়েছে। তাদের প্রতি ছড়িয়ে পড়েছে ঘৃণা। বয়কটের ডাকও তোলা হয়েছিল। তাদের পণ্য ব্যবহারেও মানুষের অনাগ্রহ তৈরি হয়।
তারই প্রেক্ষিতে অভিনেত্রী গ্যাল গ্যাডোটের সিনেমা সাড়া ফেলেনি মনে করছেন সংশ্লিষ্ট অনেকে। বিরাট অংকের ক্ষতির মুখে পড়েছে ‘স্নো হোয়াইট’।
তবে অভিনেত্রী স্পষ্ট করলেন, কেবল তার ইসরাইল সমর্থনের কারণেই ফ্লপ হয়নি ডিজনির বহুল আলোচিত ছবি ‘স্নো হোয়াইট’। আরও অনেক কারণই এজন্য দায়ী।
আরও পড়ুন: অল্প বাজেটের হরর সিনেমা ‘ওয়েপনস’ নিয়ে এত হইচই কেন?
সম্প্রতি ইসরাইলি টকশো ‘দ্য এ টকস’-এ অভিনেত্রী বলেন, গত ৭ অক্টোবরের পর সেলিব্রিটিদের ওপর ইসরাইলির বিরুদ্ধে কথা বলার চাপ বেড়ে যায়। সে সময় তার প্রতি ব্যক্তিগতভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ‘মানুষ আমাকে আগে ইসরাইলি হিসেবে দেখেছে, অভিনেত্রী হিসেবে নয়’, বলেন তিনি।
তবে রোববার এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি পরিষ্কার করেন, ‘ছবিটি কেবল বাইরের চাপের কারণে ফ্লপ হয়নি। সিনেমা ব্যর্থ হওয়ার পেছনে অনেক কারণ কাজ করে। আর কোনো কাজেই সফলতা কখনো নিশ্চিত নয়। সেটা কখনো আসে কখনো আসে না।’
আরও পড়ুন: মিস ইউনিভার্সে প্রথমবার ফিলিস্তিনি প্রতিনিধি
র্যাচেল জেগলারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ‘শুটিং করতে গিয়ে অনেক আনন্দ হয়েছে। তবে আমি খানিকটা হতাশ। আমার ধারণা ছিল সিনেমাটি বিশাল সাফল্য পাবে। সেটি হয়নি।’
]]>
৩ সপ্তাহ আগে
৯



Bengali (BD) ·
English (US) ·