বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নগরীর লালবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মডার্ন মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে রংপুর মহানগর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি গোলাম জাকারিয়া, কেন্দ্রীয় স্পট সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
এসময় রংপুর মহানগর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, ‘সন্ত্রাসী নামক ইসকন জঙ্গি সংগঠনকে রুখে দিতে হবে। গত জুলাই বিপ্লব ছাত্র সমাজ ঐক্যের দৃষ্টান্ত উদাহরণ দেখিয়েছে। বিগত গণহত্যায় যারা যুক্ত ছিল, প্রত্যেককেই আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করতে হবে। গতকাল চট্টগ্রামের আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাই। ইসকন হিন্দুদের কোনো সংগঠন নয়, ইসকন একটি জঙ্গি সংগঠন।’
আরও পড়ুন: ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না: শিবির নেতা
রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি গোলাম জাকারিয়া বলেন, ‘দিল্লিতে বসে পাঁয়তারা করছে শেখ হাসিনা। সরষের মধ্যে যত ভুত আছে সবাইকে ছেঁটে ফেলতে হবে। আওয়ামী লীগের দোসররা এখনও বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। সেগুলো বের করে আইনের আওতায় আনার দাবি জানাই। বাংলাদেশে জঙ্গিপনা করতে এসেছে ইসকন সংগঠন। ছাত্রলীগ মাদার সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই হবে না।’
তিনি বলেন, ‘আর জুলাই বিপ্লবে যেই মিথ্যা মামলাগুলো দেয়া হয়েছে। সেগুলো এখনও বহাল রয়েছে, অনতিবিলম্বে সেগুলো প্রত্যাহার করতে হবে।’
এসময় রংপুর মহানগর ছাত্র-শিবিরের প্রায় ৫০০ শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।