ইলন মাস্কের বিরুদ্ধে ওপেনএআইর পাল্টা মামলা

১ সপ্তাহে আগে
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ওপেনআই। এর ফলে টেসলা ও এক্স-এর মালিকের সঙ্গে ওপেনএআইর কর্তৃপক্ষের চলমান দ্বন্দ্ব ও আইনি লড়াই নতুন মাত্রা পেল বলে মনে করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন মতে, গত বুধবার (৯ এপ্রিল) করা এই মামলায় মাস্কের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে ওপেনএআইর বিরুদ্ধে মাস্ক যাতে আদালতে ‘আর বেআইনি ও অন্যায় পদক্ষেপ’ নিতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার অনুরোধ করা হয়েছে।

 

ইলন মাস্ক ও ওপেনএআই-এর প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান মিলে ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠা করেন। কিন্তু তিন বছর ২০১৮ সালে কোম্পানিটি ছেড়ে চলে যান মাস্ক। ২০২৩ সালে তিনি তার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান এক্সএআই তৈরি করেন।

 

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন চমক

 

এক্সএআই প্রতিষ্ঠার পর মাস্ক চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইকে লাভজনক মডেলে রূপান্তরিত হতে বাধা দেয়ার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে গত বছর ওপেনএআই-এর প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যানের বিরুদ্ধে কোম্পানির করপোরেট কাঠামো পরিবর্তন বন্ধ করার জন্য মামলা করেন।

 

এবার মাস্কের বিরুদ্ধেই পাল্টা আইনি পদক্ষেপ নিলো স্যাম অল্টম্যানের ওপেনএআই। এ মামলা সিলিকন ভ্যালির দুই প্রভাবশালী উদ্যোক্তার মধ্যে দ্বন্দ্বের নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

 

বুধবার (৯ এপ্রিল) মামলা দায়ের নিয়ে এক বিবৃতিতে ওপেনএআই বলে, ‘ইলন মাস্ক ওপেনএআইকে তার ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেয়ার দুর্নীতিমূলক কৌশল অবলম্বন করছেন। তাকে থামাতে আমরা পাল্টা মামলা করেছি।’ চারক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ২০২৬ এর মার্চে বিচার শুরুর তারিখ নির্ধারণ করেছেন।

 

আরও পড়ুন: দেখে নিন ‘ঘিবলি’ ছবি তৈরির নিয়ম

]]>
সম্পূর্ণ পড়ুন