রোববার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতারা বিবৃতিতে আরও বলেন, এই হামলা শুধু একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আঘাত নয় বরং সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি হুমকিস্বরূপ। এমন আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচারের পরিপন্থী।আমরা বিশ্বাস করি, মুসলিম বিশ্বের একতা ও প্রতিরোধ শক্তিকে ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হামলা ঘটানো হয়েছে।
আরও পড়ুন: জাতীয় ঐকমত্য সংলাপে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
নেতারা বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহ, ওআইসি এবং শান্তিকামী সকল শক্তির প্রতি এই অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান।