প্রতিবেদন মতে, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে একজন ইউরোপীয় নাগরিককে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ। ওই ব্যক্তির বিরুদ্ধে ‘সংবেদনশীল ও সামরিক এলাকায় গুপ্তচরবৃত্তির’ অভিযোগ আনা হয়েছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার সকালে জানায়, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে পশ্চিম হামাদান প্রদেশে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
ইসরাইলের সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান কয়েক ডজন লোককে গ্রেফতার করেছে এবং ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ইরানে হামলা হয়নি, দাবি ইসরাইলের
এদিকে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দা এবং ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অনুমোদিত সংবাদ সংস্থা ফারস আরও জানিয়েছে, রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত মাজানদারান প্রদেশের বাবোলসার শহরে বিস্ফোরণ ঘটেছে।
]]>