ইরান-যুক্তরাষ্ট্র চতুর্থ দফা পরমাণু আলোচনা শুরু

৩ দিন আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চতুর্থ দফার পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হয়েছে। রোববার (১১ মে) ওমানের রাজধানী মাস্কাটে আলোচনায় বসেছেন উভয় পক্ষের প্রতিনিধি দল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভেন উইটকফ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।

দুই দেশের এই পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে রয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। বৈঠকের আগে আরাঘচি ওমানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইরান-মার্কিন আলোচনা আয়োজন ও সহায়তা করার জন্য মাস্কাটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

আলোচনা শুরুর আগে আরাকচি বলেন, তিনি আশা করছেন, চতুর্থ দফার আলোচনা একটি চুক্তির ক্ষেত্রে ‘একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছাবে’। আরাঘচি ও উইটকফ উভয়ই বলেন, তাদের নিজ নিজ দেশের কিছু বিষয় রয়েছে, একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে এবং ভবিষ্যতে সামরিক পদক্ষেপ এড়াতে যা অবশ্যই সমাধান করা প্রয়োজন।

 

আরাঘচি সাংবাদিকদের বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি জাতীয় অর্জন, যা মহান মূল্যে অর্জিত হয়েছে; এর মধ্যে পারমাণবিক বিজ্ঞানীদের ত্যাগও অন্তর্ভুক্ত এবং তাই এটি দ্ব্যর্থহীনভাবে আলোচনা অযোগ্য। অর্থাৎ তার মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আলোচনা হবে না।

 

আরও পড়ুন: পরমাণু আলোচনায় হুমকি, চাপ মেনে নেয়া হবে না: ইরান

 

উইটকফ বলেন, তার দেশের জন্য ‘রেড লাইন’ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা। তার কথায়, ‘ইরানে আর কখনও সমৃদ্ধকরণ কর্মসূচি চলতে পারবে না। এটাই আমাদের রেড লাইন।’

 

পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এরই মধ্যে তিন দফায় আলোচনা হয়েছে। গত ৩ মে ইতালির রোমে চতুর্থ দফার আলোচনার হওয়ার কথা ছিল। কিন্তু চলমান পরোক্ষ বৈঠকের মধ্যেই গত ৩০ এপ্রিল ইরানের জ্বালানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ইরানের অন্তত সাতটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

 

পরদিন ১ মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান থেকে যারা জ্বালানি কিনবে তাদের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হবে। এছাড়া মার্কিন প্রতিমন্ত্রী পিট হেগসেথ ইরানকে সতর্ক করে বলেন, হুতিদের সমর্থন করার জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে। তবে অভিযোগ নাকচ করে তেহরান বলছে, হুতিরা স্বাধীনভাবে কাজ করে।

 

আরও পড়ুন: মুসলিম বিশ্বকে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান খামেনির

 

মার্কিন নিষেধাজ্ঞা ও কর্মকর্তাদের হুমকি-ধামকির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (১ মে) ইরান ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দফার পরোক্ষ পরমাণু আলোচনা স্থগিত হয়। আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক ঘোষণায় জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চতুর্থ দফার আলোচনা স্থগিত করা হয়েছে।

 

আলোচনা কীভাবে এগোবে তা নিয়ে তেহরান ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান মতবিরোধের কারণে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন। পরমাণু আলোচনা স্থগিতের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় হুমকি ও চাপের পন্থা ইরান কখনও মেনে নেবে না। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন