ইরান-ইসরাইল সংঘাতে গাজার মানবিক সংকট না ভোলার আহ্বান পোপের

৩ সপ্তাহ আগে
মধ্যপ্রাচ্যে ইসরাইল ও ইরান সংঘাতের মধ্যে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবিক সংকটকে ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার মধ্যে রোববার (২২ জুন) সাপ্তাহিত প্রার্থনায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানান তিনি। খবর এএফপির।

ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যে শনিবার (২১ জুন) দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। যা পুরো মধ্যপ্রাচ্যে সর্বাত্মক সংঘাতের ঝুঁকি তৈরি করেছে।

 

এমন পরিস্থিতিতে রোববার রোমান ক্যাথলিক চার্চে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনার পর পোপ বলেন, ‘এই প্রেক্ষাপটে ফিলিস্তিনের জনগণের প্রতিদিনের ভোগান্তি ভুলে যাওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে গাজা ও অন্যান্য অঞ্চলে, যেখানে পর্যাপ্ত মানবিক সহায়তার জরুরি প্রয়োজনীতা বাড়ছে।’

 

রোববার (২২ জুন) গাজায় ইসরাইলি আগ্রাসন ৬২৫তম দিনে গড়িয়েছে। ইরানের সংঘাতের পাশাপাশি উপত্যকাজুড়ে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এতে বাড়ছে হতাহতের সংখ্যা।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৫১ জন নিহত এবং আরও ১০৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৯৫৯ জনে। আহত হয়েছে ১ লাখ ৩১ হাজার ২৪২ জন।

 

আরও পড়ুন: গাজার ডাক্তারদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের প্রচার বন্ধ করলো বিবিসি

 

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে আরও তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইল। রোববার (২২ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

 

প্রতিবেদন মতে, উদ্ধার হওয়া তিন ইসরাইলি হলেন ওফরা কিদার (৭১), জোনাতান সামরানো (২১) এবং শাই লেভিনসন (১৯)। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এক ‘বিশেষ অভিযানে’ এই তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

 

তারা আরও জানিয়েছে, কিদার ও সামরানো ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের কিবুৎজ বেরিতে হামাসের চালানো হামলায় নিহত হন। একই দিনই হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারান লেভিনসন।

 

আরও পড়ুন: ইরানে মার্কিন হামলা নিয়ে কী বললো আরব বিশ্ব?

 

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলের একটি ফরেনসিক ইনস্টিটিউটে তিন বন্দির মরদেহ ইসরাইলে এনে পরিচয় শনাক্ত করে। পরিচয় শনাক্তের পর তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন