শুক্রবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এতে বলা হয়, ইরানে ইসরাইলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের চরমে। ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্ব দিকে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় আবাসিক ভবনসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: ইরানের রাজধানী তেহরানে ইসরাইলের হামলা
ইসরাইল-ইরান উত্তেজনার মধ্যেই আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জর্ডান। হাশেমাইট রাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় জর্ডানের আকাশসীমা সাময়িকভাবে সকল ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’
প্রসঙ্গত, গত বছর ইরান থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র ইসরাইলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে উৎক্ষেপণ করা হলে তা জর্ডানের আকাশপথ অতিক্রম করেছিল, যা এই সিদ্ধান্তের পেছনে অতীত অভিজ্ঞতা হিসেবে কাজ করেছে।
এদিকে, সকালে ইসরাইল ইরানে হামলা চালানোর পর এবার ইসরাইলে ১০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান।
]]>