সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার এই ঘটনাটি শেয়ার করেন মৌসুমী হামিদ। এমন বিভ্রান্তিকর পরিস্থিতি কিভাবে সামাল দিয়েছিলেন, শোনালেন সে গল্পও।
মৌসুমী হামিদ বলেন, ‘আমি একটা টেলিকম কোম্পানির সঙ্গে একটি প্রোগ্রামে কাজ করেছিলাম। তখন এক-দেড় ঘণ্টার সেই প্রগ্রামে বাইরে থেকে কল আসছিল। ওই প্রগ্রামের বেশির ভাগ কলার-ই কল করে জিজ্ঞাসা করেছে—সানি ভাই (ওমর সানী) কই, বাচ্চা-কাচ্চা ভালো আছে? প্রথমে বুঝতে পারিনি, কী করব আসলে!’
আরও পড়ুন: শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাত, শুভ কামনা জানালেন ভক্তরা!
এরপর অভিনেত্রী বললেন, ‘দেখলাম, তিন-চারজন পর পর এটা করে ফেলেছে। না পেরে ভাবলাম কথা বলেই যাই।
তাদের মনে দুঃখ-কষ্ট দিয়ে লাভ কী। পরে বললাম, সানি ভাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, সানি ভাই ভালো আছে, বাচ্চারাও ভালো আছে।’
আরও পড়ুন: মুরাদনগরের ঘটনায় ক্ষোভে উত্তাল শোবিজ অঙ্গন
প্রসঙ্গত, ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানী তাদের দাম্পত্য জীবনের ৩০ বছর পাড়ি দিয়েছেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। অন্যদিকে মৌসুমী হামিদ একজন মডেল ও অভিনেত্রী।