রংপুরকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুটা ভালোই করেছিলো ঢাকা। ২০ রানে দুই ওপেনারকে ফেরায় তারা। তবে এরপর ক্রিজে নেমে তাণ্ডব দেখান সাইফ হাসান এবং ইফতেখার আহমেদ। দুইজন মিলে গড়েন ৮৯ রানের জুটি। যেখানে সাইফ ৪০ রান করে আউট হন।
আরও পড়ুন: অসুস্থ ছেলেকে ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ রিয়াদের
এরপর খুশদিলকে নিয়ে এগিয়ে যেতে থাকেন ইফতেখার। তবে বেশিদূর এগোতে পারেননি পাকিস্তানের এই ক্রিকেটার। ৪৯ রানে তাকে আউট করেন আলাউদ্দিন বাবু। শেষ দিকে খুশদিল ও নুরুল হাসানের ঝড়ো ব্যাটে বিশাল সংগ্রহ পায় রংপুর।
খুশদিল ২৩ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন। আর নুরুল হাসান ১১ বলে ২৫ রান করে মুকিদুল ইসলামের বলে আউট হন। ঢাকার হয়ে ৪৩ রানে ৩ উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু। ২ উইকেট পেয়েছেন মুকিদুল ইসলাম। মোস্তাফিজ পেয়েছেন একটি উইকেট।