বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল থেকে যাত্রীচাপ বাড়তে শুরু করলেও ইফতারের পর ঢল নামে রাজধানীর সদরঘাট এলাকায়। পর্যাপ্ত লঞ্চ থাকায় এবং ঈদের তিন-চার দিন আগেই বাড়ি ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ।
নেই কোনো অগ্রিম টিকিট কাটার ঝামেলা, স্বস্তিদায়ক যাত্রায় নৌপথকে বেছে নিয়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো।
আরও পড়ুন: ঈদযাত্রা সুগম করতে নোয়াখালীতে র্যাবের বিশেষ অভিযান
এদিকে, শহরের ব্যস্ততা ফেলে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে ছিল মানুষে ভিড়। বরাবরের মতো এবার শিডিউল বিপর্যয় না থাকায় যাত্রীদের চোখেমুখে ছিল স্বস্তির ছাপ।
গত কয়েক দিনের তুলনায় সড়কে যাত্রীচাপ বাড়লেও নেই চিরচেনা ভোগান্তির চিত্র। তবে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় গাজীপুরের নবীনগর-চন্দ্রা-বাইপাইল অংশে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে থাকায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
আরও পড়ুন: ঈদযাত্রা নিরাপদ রাখতে নারায়ণগঞ্জের মহাসড়কে র্যাবের টহল-তল্লাশি
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও ছিনতাইকারী ও মলমপার্টি থেকে সুরক্ষা দিতে সাদা পোশাকে টহলের পাশাপাশি মহাসড়কে কাজ করছেন হাইওয়ে পুলিশের চার হাজারের বেশি সদস্য।
]]>