ইন্টার মিলানকে সহজভাবে নিচ্ছেন না বার্সা কোচ

২ সপ্তাহ আগে
দীর্ঘ ৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে বার্সেলোনা। শেষ চারের ম্যাচে কাতালন ক্লাবটির বাধা এখন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। তবে ইন্টারকে একেবারে সহজভাবে নিচ্ছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। বললেন, ‘আমাদের জন্য কাজটা কঠিন হবে।’

চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানও কম যায় না, তারাও বেশ ছন্দে আছে। গত মঙ্গলবার শেষ আটের ফিরতি লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৩-১ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের অগ্রগামিতায় শেষ চারে জায়গা নেয় বার্সা।

 

অন্যদিকে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ গোলের ড্র করে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ চার নিশ্চিত করে ইন্টার মিলান। 

 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমের জন্য স্পেনের পাঁচ দল নিশ্চিত

 

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত দুই দলের দেখা হয়েছে মোট ১২ বার। যেখানে বার্সেলোনার জয় ৬টিতে, ড্র চারটি ও হার দুটি। সবশেষ ২০২২-২৩ মৌসুমে গ্রুপ পর্বের লড়াইয়ে ইন্টারের মাঠে ১-০ গোলে হারের পর ঘরের মাঠে ৩-৩ ড্র করেছিল কাতালান ক্লাবটি। 

 

২০০৯-১০ মৌসুমে সেমি-ফাইনালে দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ইন্টার। সেখানে বায়ার্ন মিউনিখকে হারিয়ে নিজেদের তিন শিরোপার সবশেষটি জিতেছিল তারা।   

 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লাইনআপ ও সময়সূচী

 

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুক্রবার (১৮ এপ্রিল) সংবাদ সম্মেলনে ইন্টারকে নিয়ে প্রশ্ন করা হয়েছিলো বার্সেলোনার কোচ হান্সি ফ্লিককে। জবাবে প্রতিপক্ষ ও তাদের কোচ সিমোনে ইনজাগিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। 

 

হান্সি ফ্লিক বলেন, ‘তারা দারুণ একটি দল, তাদের চমৎকার একজন কোচ আছেন। আমাদের জন্য কাজটা কঠিন হবে।’ 

 

বার্সেলোনার কোচ আরও বলেন, ‘তাদের দারুণ এক স্ট্রাইকার আছে, ডিফেন্ডাররাও ভালো। বাঁজামাঁ পাভার্দ দারুণ পেশাদার, এই ম্যাচগুলোতে তাকে আবার দেখতে পাব বলে আমি খুশি।’

]]>
সম্পূর্ণ পড়ুন