ইনজুরিতে লখনৌ গতি তারকার আইপিএলই শেষ হয়ে গেল

১ সপ্তাহে আগে
ইনজুরির কারণে এক মাস পেরিয়ে গেলেও আইপিএল খেলতে পারেননি লখনৌ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদব। ইনজুরি কাটিয়ে গত মাসের শেষের দিকে ফিরেছিলেন তিনি, খেলেছিলেন দুই ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিপক্ষে ওই দুটিই হয়ে থাকলো এবারের আসরে তার শেষ ম্যাচ।

ইনজুরির কারণে মায়াঙ্ক আইপিএলের পুরো আসর থেকে ছিটকে গেছেন। লখনৌ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। মায়াঙ্ক পিঠের ইনজুরিতে পড়েছেন। মাঠে ফেরার আগে এই পেসার বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাবে ছিলেন।


স্বপ্নের মতো অভিষেক যাকে বলে, আইপিএলে মায়াঙ্ক যাদবের তা-ই হয়েছিল। কয়েক বছর দলের সঙ্গে ঘুরঘুর করা এ পেসার সুযোগ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। ইনজুরিতে পড়ায় অভিষেক মৌসুমে মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পেলেও জেতেন ২টি ম্যাচসেরার পুরস্কার।


২০২৪ সালের আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে অভিষেক ম্যাচে মায়াঙ্ক ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পরের ম্যাচে সমানসংখ্যক উইকেট নিতে খরচ করেন মাত্র ১৪ রান। তৃতীয় ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে আরও এক মাঠের বাইরে থেকে ফিরেন। এরপর টুর্নামেন্ট থেকেই ছিটকে যান। এবারের আসরেও তা-ই হলো।


আরও পড়ুন: মাঝপথে পিএসএল ছেড়ে আইপিএলে নাম লেখালেন মেন্ডিস


অভিষেক মৌসুমে লখনৌর জার্সিতে প্রায় ১৫৬ কিলোমিটার গতিতেও বল করেছিলেন মায়াঙ্ক, প্রতিটি বলের গতিই ছিল দেড়শর আশাপাশে। প্রতিপক্ষ ব্যাটারের জন্য অবস্থা এতই বেগতিক বানিয়ে ফেলেছিলেন যে, উইকেটে স্থায়ী হওয়াই কঠিন ছিলো।


তার বদলি হিসেবে লখনৌ নিউজিল্যান্ড পেসার উইলিয়াম ও’রোরকেকে দলে নিয়েছে। রোরকে দেশের হয়ে ৫ টি-টোয়েন্টিতে ৫ ও সব মিলিয়ে ৩৮ টি-টোয়েন্টিতে ৩৭ উইকেট নিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন