ইনজুরি কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে পন্ত, জায়গা হয়নি শামির

২ সপ্তাহ আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ইনজুরি কাটিয়ে ফিরলেন উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পন্ত। তবে এবারও জায়গা হয়নি পেসার মোহাম্মদ শামির।

ঘরের মাঠে চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ইডেন গার্ডেন্সে যার প্রথমটি ১৪ নভেম্বর শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি গুয়াহাটিতে ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটিকে সামনে রেখে বুধবার (৫ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিসিআই।

 

দলে ফিরলেন উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পন্ত। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। তাতে খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে। পন্ত ফেরায় বাদ পড়েছেন নারায়ণ জগদীশন।

 

আরও পড়ুন: এশিয়া কাপে আচরণবিধি ভাঙায় ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের শাস্তি

 

তবে চোট সারিয়ে ঘরোয়া লিগে পারফর্ম করলেও অনেক দিন ধরেই ডাক পাচ্ছেন না পেসার শামি। সবশেষ টেস্ট খেলেছেন দুই বছরের বেশি সময় আগে। আর সবশেষ কোনো ফরম্যাটে ভারতের জার্সি গায়ে জড়িয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে।  ভারতীয় গণমাধ্যমের গুঞ্জন, ভারতের জার্সি হয়তো আর শামির গায়ে উঠবে না। জায়গা পাননি সরফরাজ খানও। বোলিংয়ে আনা হয়েছে একটি পরিবর্তন। প্রসিদ্ধ ‍কৃষ্ণার জায়গায় ফিরেছেন আকাশদীপ।


দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে ভারতের টেস্ট দল
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কেল, ধ্রুব জুরেল, রিশাভ পন্ত, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও আকাশদীপ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন