শিরোপার লড়াইয়ে বৃহস্পতিবার (১২ডিসেম্বর) চিনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ স্কোরে হারিয়েছেন গুকেশ। আর তাতে প্রথম ভারতীয় হিসেবে দাবার বিশ্বকাপ জিতেছেন তিনি।
দাবা বিশ্বকাপে আজ ১৪তম ম্যাচ ছিল। ১৩ ম্যাচ শেষে সমান পয়েন্ট ছিল গুকেশ ও লিরেন দুজনেরই। তাই মুখোমুখি হন তারা দুজন। নিয়মানুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছাবে সে জিতবে। লিরেনকে পিছনে ফেলে গুকেশ আগে পৌঁছান সেই লক্ষ্যমাত্রায়।
গুকেশের আগে সবচেয়ে কম বয়সে দাবার শিরোপা জয়ের কীর্তি ছিল গ্যারি ক্যাসপারভের। ১৯৮৫ সালে ২২ বছর ৬ মাস ২৭ দিন বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হন এই রুশ কিংবদন্তি। গুকেশ তাকে ছাড়িয়ে গেলেন ১৮ বছর ৮ মাস ১৪ দিন বয়সে শিরোপা জিতে।
আরও পড়ুন: দিকভেলাকে দেয়া নিষেধাজ্ঞা তুলে নিল আইসিসি
জয়ের পর তিনি বলেন, ‘সম্ভবত আমার জীবনের সেরা মুহূর্ত এটি! এই মুহূর্তটির জন্য ১০ বছর ধরে স্বপ্ন দেখছি আমি। ইশ্বরের প্রতি আস্থা ছিল, তিনি আমাকে অনেক দিক থেকেই সহযোগিতা করেছেন। সেজন্য আমি খুবই খুশি। আমার ক্যারিয়ার কেবল শুরু হলো। কেবল ১০ বছর হলো খেললাম। আরও দীর্ঘ সময় ধরে খেলতে চাই আমি। চূড়ায় থাকতে চাই। অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মানে আমি বিশ্ব সেরা নই। এখনো ম্যাগনাস কার্লসেন খেলে যাচ্ছেন।’
৭ বছর বয়সে দাবায় হাতেখড়ি গুকেশের। এক বছর পরই অনূর্ধ্ব-৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা জেতেন তিনি। অনূর্ধ্ব-১২ স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচটি সোনা জেতেন গুকেশ। ভারতের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ড মাস্টারের যোগ্যতা অর্জন করেন তিনি।