সোমবার (১০ নভেম্বর) নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা অপরাজেয়’ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
নৌবাহিনীর খুলনা নৌ-অঞ্চল থেকে সোমবার রাত ৮টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত টহল অভিযানে থাকা ‘বানৌজা অপরাজেয়’ বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি ট্রলার দেখতে পায়। সংকেত পাওয়ার পর নৌসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২৪ জেলেসহ ‘মদিনা-৬’ নামের মাছ ধরার ট্রলারটি উদ্ধার করে।
নৌবাহিনী জানায়, ট্রলারটি মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ নটিক্যাল মাইল দক্ষিণে ভাসমান ছিল। র্যাডারের মাধ্যমে ট্রলারটিকে ‘ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত’ হিসেবে শনাক্ত করা হয়। ট্রলারের জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা দীর্ঘ সময় সমুদ্রে আটকা পড়েছিলেন এবং যোগাযোগ যন্ত্রপাতি অকেজো থাকায় সাহায্য চাওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিল ট্রলার, ২৬ জেলে উদ্ধার
পরে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ২৯ অক্টোবর চট্টগ্রামের কুতুবদিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি গভীর সমুদ্রে ভেসে যায়।
প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা অপরাজেয়’ উদ্ধারকৃত জেলেসহ ট্রলারটিকে টোয়িং করে প্রায় ৩৫ মাইল সমুদ্রপথ অতিক্রম করে নিরাপদে সুন্দরবনসংলগ্ন মোংলা বন্দরের হিরণ পয়েন্টে নিয়ে আসে।
পরে উদ্ধার জেলে ও ট্রলারটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কোস্টগার্ড পশ্চিম জোনের কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানায়, উদ্ধার হওয়া সব জেলেই বর্তমানে সুস্থ আছেন।
]]>
২ সপ্তাহ আগে
৬






Bengali (BD) ·
English (US) ·