আহতরা হলেন: শহরের বানিয়াছল এলাকায় ইজিবাইকচালক রমজান মিয়া (৪৭) তার ছেলে রিফাত মিয়া (১৮), মোটরসাইকেল আরোহী একই এলাকার মুহিন (১৮) এবং সাটিরপাড়া এলাকার ফয়সাল আহমেদ (২২)।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ইজিবাইকে ছেলেকে সঙ্গে নিয়ে শহরের হেমন্দ্রসাহার মোড় অতিক্রম করছিলেন রমজান মিয়া। এ সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে উত্তেজিত বাইকচালক এবং আটোচালক উভয়ই তাদের সহযোগীদের ফোন করলে তারা ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের চারজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: নাসিরনগরে হাঁস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, হেমন্দ্রসাহার মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেল ও বাইকের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষ হয়। ফলে চারজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আহত চারজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।