শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গোড়া বাজারে শত শত মানুষ জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন জিএম সামছুর রহমান। বক্তব্য দেন মাও. আমিনুল ইসলাম, মোজাফফর হোসেন, আসমত শিকারী, মাও. আবুল কালাম, সজল সানা প্রমুখ।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, ২৫১.২৫ একরের মিনহাজ নদী (বদ্ধ জলাশয়) লস্কর, গড়ইখালী, চাঁদখালী ও কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম। আষাঢ়ের অতিবৃষ্টিতে বিলগুলোতে জলাবদ্ধতা তৈরি হলেও নদীর মুখ ভরাট থাকায় পানি শিবসায় নামতে পারছে না। এতে ঘের প্লাবিত হয়ে কোটি টাকার মাছ ভেসে গেছে, আর কৃষকরা আমনের বীজতলা তৈরি করতে পারছেন না।
আরও পড়ুন: খুলনায় বোরকা পরে এজেন্ট ব্যাংকে ছিনতাই
বক্তারা আরও জানান, ১৪৩১ থেকে ১৪৩৬ সন পর্যন্ত স্থানীয় সুন্দরবন মৎস্যজীবী সমিতিকে জেলা প্রশাসনের মাধ্যমে ইজারা দেয়া হয়েছে। বার্ষিক ইজারা মূল্য ৩৬ লাখ ২৫ হাজার টাকা এবং ভ্যাট ৯ লাখ টাকা। ইজারার পর জলাশয়ে মাছ চাষ শুরু হলে পানি সরবরাহ আরও ব্যাহত হয়।
]]>