ইউরোপের দরজা বন্ধ, তবে কী মায়ামিতেই যাচ্ছেন নেইমার?

৩ সপ্তাহ আগে
ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার এখন খেলছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। ক্লাবটিতে অবশ্য তার চুক্তির মেয়াদও শেষের পথে। অন্যদিকে বারবার চোটের আঘাতে নিজেকে হারিয়ে খুঁজছেন নেইমার। বর্তমানে ইউরোপীয় ক্লাবগুলোও তাকে নিতে আগ্রহ দেখাচ্ছে না। যে কারণে তার সামনে এখন খোলা আছে স্রেফ দুটি রাস্তা, হয় সান্তোসের সঙ্গে নতুন চুক্তি; আর না হয় মার্কিন মুলুকে পাড়ি জমানো।

ইন্টার মায়ামিতে গেলে নেইমার পাবেন তার পুরোনো বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে। আর ফুটবলভক্তরাও হয়তো তাকে মায়ামিতে দেখতেই বেশি পছন্দ করবেন। আর যদি মার্কিন মুলুকে তিনি যেতে না চান, তাহলে তাকে থাকতে হবে সান্তোসেই। কারণ, এই দুটি রাস্তা ছাড়া তার সামনে আর কোনো বিকল্প আপাতত নেই। 

 

বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন মেসি-সুয়ারেজ-নেইমার। মেসি ও সুয়ারেজ তো ইতোমধ্যে ইন্টার মায়ামিতে আছেনই, এখন শুধু নেইমার সেখানে গেলেই ষোলোকলা পূর্ণ হয়। আবারও ফুটবপ্রেমীরা দেখতে পারবেন ‘এমএসএন’ জুটি। 

 

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। তারপর ইউরোপের পাঠ চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন তিনি। চোটে জর্জরিত হয়ে মাঠের বাইরেই কাটাতে হয় বেশিরভাগ সময়। চুক্তি শেষ হলে আল হিলাল তাকে ফ্রি এজেন্ট হিসেবেই ছেড়ে দেয়। এরপর এ বছরের জানুয়ারিতে নেইমার ফেরেন নিজের শিকর সান্তোসে। 

 

আরও পড়ুন: ডি ইয়ংয়ের মতে, ইচ্ছা করেই ইয়ামালকে উস্কে দিয়েছিলেন কার্ভাহাল

 

ঘরের মাঠেও তার সুখ হলো না। তার ক্লাব সান্তোস আছে এখন অবনমন এড়ানোর লড়াইয়ে। অন্যদিকে নেইমারও খুব একটা নিয়মিত নন মাঠে। কারণ, সর্বশেষ চোটের পর এখনো তিনি পুরোপুরি ফিট হতে পারেননি। হ্যামস্ট্রিংয়ের চোটে এখনো মাঠের বাইরে আছেন নেইমার। 

 

ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মেসি এবং সুয়ারেজের সাথে নেইমারকে খেলানোর জন্য তাকে সাইন করানোর কথা ভাবছে ইন্টার মায়ামি। এ বছরের শেষের দিকে নেইমারকে সান্তোস ছেড়ে দিবে। এবং তার প্রতিনিধিরা মায়ামির সঙ্গে নেইমারের চুক্তির বিষয়ে বিবেচনা করছেন। 

 

ডেইলি মেইল আরও বলেছে, ৩১ ডিসেম্বর সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এবং তার প্রতিনিধিরাও নাকি জানিয়েছে, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি সম্ভব; তবে নিশ্চিত করে কিছু বলেননি। তবে গুঞ্জন রয়েছে, মেসি-সুয়ারেজের সঙ্গেই যোগ দিতে পারেন নেইমার। 

 

স্পোর্তের খবরে বলা হয়েছে, ইউরোপীয় ফুটবলের দরজা আপাতত নেইমারের জন্য বন্ধ আছে। ব্রাজিলিয়ান তারকাও অবশ্য সেটি বুঝে গেছেন, তাই পুরোনো মঞ্চে ফেরা হয়তো আর সম্ভব নয়। 

 

আরও পড়ুন: ভিনির ক্ষোভ, পেদ্রির লাল কার্ড, খেলোয়াড়দের বিবাদ—ক্লাসিকোয় যা যা হলো

 

চোটে এখনও ভুগছেন নেইমার। আল হিলালে খেলার সময় এসিএল চোটই তার বড় সর্বনাশের কারণ। সেই চোটের পর নেইমার এক রকম হারিয়েই গেছেন। তাইতো আগামী বছর যুক্তরাষ্ট, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগেই পাদপ্রদীপের আলোয় ফিরতে মরিয়া নেইমার। 

 

স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তের খবরে বলা হয়েছে, পরের দলবদল উইন্ডোতে নেইমার এমন এক গন্তব্য খুঁজছেন, যা তাকে আবারও আলোচনায় ফিরিয়ে আনবে। তাতে অবশ্য কার্লো আনচেলত্তিকেও নিজের গুরুত্ব বোঝানো সহজ হবে নেইমারের জন্য। 

 

ইউরোপের দরজা বন্ধ, তাই নেইমারের সামনে এখন মাত্র দুটি পথ। হয় সান্তোসেই থেকে যাওয়া, আর না হয় মার্কিন মুলুকে পাড়ি জমানো। তবে নেইমার অবশ্য লিওনেল মেসির দলেই ফিরতে চাইবেন। তার ঘনিষ্ঠ বন্ধু মেসি সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছেন। আরেক বন্ধু লুইস সুয়ারেজও আছেন সেখানে। 

 

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, ‘মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ হবে। তারা আমার বন্ধু। এখনো নিয়মিত কথা হয়। এই ত্রয়ীকে আবার মাঠে দেখা গেলে দারুণ ব্যাপার হবে।’ এখন শুধু সময়ের অপেক্ষা, শেষ পর্যন্ত কোন পথ বেছে নেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

]]>
সম্পূর্ণ পড়ুন