রোববার (১১ মে) ওল্ড ট্রাফোর্ডে সফরকারী ওয়েস্ট হ্যামের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টমাস সুসেক ও জারড বোয়েন সফরকারীদের পক্ষে গোল দুটি করেন।
এদিকে ঘরের মাঠে একই ব্যবধানে হেরেছে টটেনহ্যামও। এবেরেচি এজের জোড়া গোলে জয় পেয়েছে ক্রিস্টাল প্যালেস।
ওল্ড ট্রাফোর্ডে এদিন আক্রমণের বন্যা বইয়ে দিয়েও গোলের দেখা পায়নি ইউনাইটেড। ওয়েস্ট হ্যামের গোল লক্ষ্য করে ২০টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রেখেও গোল করতে পারেননি হয়লুন্দ, ব্রুনোরা। উল্টো ৪টি শট লক্ষ্যে রেখেই দুই অর্ধে দুটি গোল পেয়েছে হ্যামাররা।
আরও পড়ুন: ১০ জনের চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে নিউক্যাসল
প্রথমার্ধের ২৬ মিনিটে সুসেকের গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। আর বোয়েন গোল করেন ৫৭ মিনিটে। দীর্ঘ ১৮ বছর পর ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের বিপক্ষে জয়ের স্বাদ পেল ওয়েস্ট হ্যাম। অন্যদিকে প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচে জয়হীন ইউনাইটেড। এর মধ্যে পাঁচটিতেই হেরেছে রুবেন আমোরিমের শিষ্যরা।

৩৬ ম্যাচ শেষে মাত্র ১০টিতে জয় পেয়েছে ইউনাইটেড, হেরেছে ১৭ ম্যাচে। বাকি ৯ ম্যাচে করেছে ড্র। ৩৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে রুবেন আমোরিমের দল। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে ১৫ নম্বরে আছে ওয়েস্ট হ্যাম।
একই দশা ইউরোপা লিগের ফাইনালে ইউনাইটেডের প্রতিপক্ষ টটেনহ্যামেরও। গত ৬ এপ্রিল সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে জয়টাই লিগে তাদের শেষ জয়। এরপর পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে তারা। সবশেষ ঘরের ম্যাচে হারল ক্রিস্টাল প্যালেসের কাছে।

সফরকারীদের কাছে আজ পাত্তাই পায়নি স্পার্সরা। একের পর এক আক্রমণে শানিয়েছে প্যালেস। ২৩টি শট নিয়ে ১০টিই লক্ষ্যে রাখতে পেরেছে তারা। অন্যদিকে টটেনহ্যামের ৮ শটের মাত্র একটি লক্ষ্যে ছিল।
আরও পড়ুন: বৃথা গেল এমবাপ্পের হ্যাটট্রিক, ৭ গোলের থ্রিলারে বার্সার শ্বাসরুদ্ধকর জয়
এদিন ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেন এবেরেচি এজে। ৪৫ মিনিটে করেন প্রথমটি, এরপর ৪৮ মিনিটে দ্বিতীয়টি। চলতি মৌসুমে ৩২ ম্যাচে ৭ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার।
এই জয়ে ৩৬ ম্যাচফে ৪৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠেছে ক্রিস্টাল প্যালেস। অন্যদিকে টটেনহ্যাম আছে রেলিগেশন জোনের ঠিক ওপরে, ১৭ নম্বরে। ৩৬ ম্যাচে মাত্র ৩৮ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। ১১ ম্যাচ জেতার বিপরীতে হেরেছে ২০ ম্যাচ।