ইউপি সদস্য বাসনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

১ সপ্তাহে আগে
নড়াইল সদরের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাসনা মল্লিককে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার ঘটনায় গুজবে কান না দিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে মাইজপাড়া ডিগ্রি কলেজ মোড় এলাকায় মাইজপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন করা হয়।  

 

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলাম, সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা আল মুজাহিদুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান সিহাব, উপজেলা ছাত্র শিবির সভাপতি আল শাহরিয়া আমিন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বেলাল হুসাইন।

 

মানববন্ধনে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বলেন, ইউপি সদস্য বাসনা মল্লিক হত্যাকাণ্ডের যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা আওয়ামী লীগ, বিএনপি বা কোনো দলের লোক নয়। তাদের কোনো ধর্ম-বর্ণের পরিচয় নাই। অপরাধীদের দল থাকে না, তাদের পরিচয় শুধুই অপরাধী। এ ঘটনাকে কেন্দ্র করে বিচারের আড়ালে কেউ যেন রাজনৈতিক ফায়দা নিতে না পারে। প্রকৃত অপরাধীরা যেন শাস্তির আওতায় আসে।

 

আরও পড়ুন: নড়াইলে সাংবাদিক, আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৮ জন কারাগারে

 

তিনি আরও বলেন, এর আগে এই মাইজ পাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের এক নারীর থেকে নেয়া বক্তব্যকে ভারতীয় গণমাধ্যম ফলাও করে ভিন্নভাবে উপস্থাপন করেছে। এই ইউনিয়নের মেম্বর বাসনা মল্লিক হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক দল, রাষ্ট্রীয় ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা জড়িত নয়। অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে কলঙ্কিত করতে সারাদেশে একটি কুচক্রী মহল অপচেষ্টা চালাচ্ছে। তেমনি মাইজপাড়ার ইউপি সদস্য বাসনা মল্লিক হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কলঙ্কিত করতে চাচ্ছেন। এ ঘটনাকে কেন্দ্র করে গুজবের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ আমরা দেবো না।

 

বক্তারা বলেন, নড়াইল উদয় সংকর, পন্ডিত রবি সংকর, জারি সম্রাট মোসলেম উদ্দিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জেলা। এখানে আজান দিলে মুসলমান ভাইয়েরা নামাজ পড়ে, নামাজ শেষে হিন্দু মা বোনেরা উলুধ্বনি দিয়ে পূজা অর্চনা করে। এই নড়াইল সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের জেলা।

 

ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

 

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুলের ফোন কলে পাওনা টাকা আনতে যান বাসনা মেম্বর। মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোক্তার মোল্যার বাড়িতে পূর্ব পরিকল্পিত ভাবে অভিযুক্তরা জোরপূর্বক তিন ঘণ্টা আটকে রেখে পালাক্রমে গণধর্ষণ করে।

 

ভুক্তভোগী বাসনা মল্লিক বিষয়টি জানিয়ে দেবে বলে হুমকি-ধমকি দিলে তাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয় অভিযুক্তরা। আত্মসম্মানের ভয়ে বাড়িতে ফিরে তিনি কাউকে কিছু বলেননি। পরে অসুস্থ হয়ে পড়লে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তাকে যশোরের ধলগ্রাম বাজারে ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয়।

 

আরও পড়ুন: নড়াইলে আসামি ছিনতাই, হাতকড়া খোলার আগেই ফের গ্রেফতার

 

পরে অবস্থার অবনতি হলে ওই দিন বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে তার ওপর নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন।

 

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় শনিবার (২৮ ডিসেম্বর) রাতে হত্যা মামলা করেন বাসনা মল্লিকের ছেলে রিংকু মল্লিক। এর আগে, ওই দিন ভোরে প্রধান অভিযুক্ত ফারুক মোল্যাকে মাগুরা জেলার শালিখা থানার হরিশপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
 

]]>
সম্পূর্ণ পড়ুন