শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডে মোদি-ইউনূসের বৈঠকে প্রসঙ্গে দলের প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় রাজধানীর গুলশানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ইউনূস ও মোদির বৈঠকটি একটি আশার আলো তৈরি হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে এই বৈঠকের মাধ্যমে।
আরও পড়ুন: ইউনূস-মোদি বৈঠক নিয়ে বিএনপির কী প্রতিক্রিয়া, জানালেন মির্জা আব্বাস
মির্জা ফখরুল বলেন, এ বৈঠকের মাধ্যমে নতুন সম্ভবনা সৃষ্টি হয়েছে। বৈঠকে তারা দুজনই আন্তরিক ছিলেন, যা দুদেশের মানুষের সম্পর্ক উন্নয়নে আন্তরিকতা বাড়বে।
]]>