ইউনিয়ন পরিষদ ভেঙে দেয়ার আহ্বান মির্জা ফখরুলের

৪ সপ্তাহ আগে
ইউনিয়ন পরিষদ ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


ফখরুল বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ যেভাবে ভেঙে দেয়া হয়েছে, তেমনি ইউনিয়ন পরিষদ ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছি।


তিনি বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ। শত্রুদের প্রতিহত করতে অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।


বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকার আমাদের নেতাকর্মীদের নামে যেসব মামলা দিয়েছিল, সেগুলো প্রত্যাহারের জন্য দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।
 

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে: ফখরুল


দ্রব্যমূল্য কমানোর নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ফখরুল বলেন, যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে বলেছি। সার বিতরণের সমস্যা দূর করতেও বলেছি।


এ ছাড়া দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনী রোডম্যাপ দেয়ার আহ্বানও জানিয়েছেন বলে জানান বিএনপির এ নেতা।


এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল। অন্য সদস্যরা হলেন: মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

]]>
সম্পূর্ণ পড়ুন