ইউক্রেনের ড্রোন হামলায় খেরসনে নিহত ৩

৩ সপ্তাহ আগে
দক্ষিণ ইউক্রেনের রাশিয়া অধিকৃত অঞ্চল খেরসনে ইউক্রেনীয় বাহিনীর হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রুশ সমর্থিত স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে মস্কো টাইমস।

প্রতিবেদন মতে, মঙ্গলবার (২২ জুলাই) রাতে খেরসনের হোলোপ্রিস্টানস্কি জেলায় এই ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। খেরসনের রুশ সমর্থিত গভর্নর ভ্লাদিমির সালদো এক টেলিগ্রাম পোস্টে জানান, ‘ইউক্রেনীয় একটি ড্রোন একটি বাসে আঘাত হানে। এতে তিনজন নিহত ও আরও তিনজন বেসামরিক নাগরিক আহত হন এবং তাদের অবস্থা গুরুতর।’

 

রাশিয়ার বেলগোরোড সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর পৃথক হামলায় আরও একজন নিহত হন। স্থানীয় গভর্নর হামলা ও মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। এদিন রাতেই পাল্টা ড্রোন হামলা চালায় রাশিয়া।

 

খবরে বলা হয়েছে, ইউক্রেনের ওডেসায় ভয়াবহ ড্রোন হামলা চালায় রাশিয়া। মস্কোর এসব ড্রোন মূলত ওডেসার একটি পার্কিং লটে আঘাত হানে। এতে বেশ কয়েকটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। 

 

আরও পড়ুন: ‘বিশ্বের সবচেয়ে বড়’ ড্রোন কারখানা দেখালো রাশিয়া

 

গাড়িগুলোর তেলের ট্যাংক পরিপূর্ণ থাকায় আরো ভয়াবহ আকারে আগুন ছড়িয়ে পড়ে। অনেকে চেষ্টা করেও সেখান থেকে গাড়ি সরাতে পারেনি। রুশ ড্রোন হামলায় পাশের একটি সুপারমার্কেটও ক্ষতিগ্রস্ত হয়।

 

রাশিয়া ইউক্রেনের সুমি অঞ্চলেও একাধিক আক্রমণ চালিয়েছে। এর মধ্যে পুতিভল শহরের একটি পেট্রোল পাম্পে দুটি ড্রোন আঘাত হানে। এতে ১১ জন আহত হন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এদিকে ইউক্রেন যুদ্ধের অবসানে আজ বুধবার (২৩ জুলাই) তুরস্কে মস্কো-কিয়েভ শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়ার সঙ্গে এই বৈঠকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রাধান্য পাবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

আরও পড়ুন: ইউক্রেন / পাইলট ইজেক্ট করার পর মিরাজ যুদ্ধবিমান বিধ্বস্ত

 

তবে শান্তি আলোচনায় ‘অলৌকিক’ বা ‘চমকপ্রদ’ কোনো ফলাফল আসবে, এমনটা আশা করার কোনো কারণ নেই বলে জানিয়েছে রাশিয়া। 

 

মঙ্গলবার (২২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আলোচনায় অলৌকিক কিছু ঘটবে- এমনটা আশার করার কোনো কারণ আমাদের সামনে নেই।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন