ইউক্রেন সংঘাত রাশিয়া-যুক্তরাষ্ট্র ‘প্রক্সি যুদ্ধ’: রুবিও

৪ সপ্তাহ আগে ১০
ইউক্রেন সংঘাত যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী ‘প্রক্সি যুদ্ধ’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৫ মার্চ) ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন রুবিও।

এ সময় রুবিও বলেন, ওয়াশিংটন এই সংঘাতকে রাশিয়ার সঙ্গে নিজেদের ‘প্রক্সি যুদ্ধ’ হিসেবে দেখছে এবং এর অবসান করতে আগ্রহী। এই সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি প্রতিষ্ঠাতা’ হিসেবে কাজ করার বিষয়টি পুনর্ব্যক্ত করেন রুবিও।

 

রুবিওর এই মন্তব্য এমন এক সময় এলো যখন ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা গেছে। বিশেষ করে গত মাসে সৌদি আরবে উচ্চ পর্যায়ের আলোচনার পর। তখন থেকে উভয় পক্ষই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সংঘাত মোকাবিলার সমালোচনা করে আসছেন এবং এই সংঘাত নিষ্পত্তির জন্য একত্রে কাজ করার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে রাশিয়া-যুক্তরাষ্ট্র।


রুবিও বলেন, ‘শুরু থেকেই এটা খুব স্পষ্ট যে প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে একটি দীর্ঘস্থায়ী, অচল দ্বন্দ্ব হিসেবে দেখেছেন। সত্যি বলতে, এটি পারমাণবিক শক্তিধর দেশ, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটি প্রক্সি যুদ্ধ। তবে এর অবসান হওয়া দরকার।’

 

আরও পড়ুন:যুক্তরাষ্ট্র স্থগিত করায় ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেবে ফ্রান্স

 

এ জন্য রুবিও যুক্তি দেন, পশ্চিমাদের উচিত ইউক্রেনকে সাহায্য পাঠানোর পূর্ববর্তী কৌশল থেকে সরে আসা। 


তিনি বলেন, ‘এটি কোনো কৌশল নয়।’ তাই আলোচনা এবং শান্তিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য জড়িত সকল পক্ষের প্রতি আহ্বান জানান রুবিও।


রুবিও সাক্ষাৎকারে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে ওয়াশিংটনের শান্তি প্রচেষ্টা ‘নাশকতা এবং অবমূল্যায়ন’ করার জন্যও অভিযুক্ত করেন। রুবিও গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির উত্তেজনাপূর্ণ বৈঠকের কথা উল্লেখ করেন। যেখানে জেলেনস্কি রাশিয়ার সাথে শান্তি আলোচনার জন্য ট্রাম্পের দাবির বিরোধিতা করায় ট্রাম্প তাকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার’ অভিযোগ করেন।

 

এরপর ট্রাম্প ইউক্রেনীয় প্রতিনিধিদলকে হোয়াইট হাউস ত্যাগ করার নির্দেশ দিয়ে বলেন, জেলেনস্কি যখন শান্তি আলোচনার জন্য প্রস্তুত থাকবেন তখন তিনি ফিরে আসতে পারেন। এরপর থেকে ওয়াশিংটন ইউক্রেনের সাথে সমস্ত গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিত করে দিয়েছে এবং বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে যে কিয়েভকে সামরিক সহায়তাও স্থগিত করা হয়েছে।


তবে, মঙ্গলবার ট্রাম্প বলেছেন যে তিনি জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন যেখানে ইউক্রেনীয় নেতা এই বিরোধের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং শান্তি চুক্তিতে আলোচনার জন্য তার আগ্রহের ইঙ্গিত দিয়েছেন। রুবিও জেলেনস্কির সুর পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন।

 

আরও পড়ুন:ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করল যুক্তরাষ্ট্র


মস্কো দীর্ঘদিন ধরে ইউক্রেন সংঘাতকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নেতৃত্বাধীন একটি প্রক্সি যুদ্ধ হিসেবে চিহ্নিত করে আসছে। কিছু পশ্চিমা রাজনীতিবিদও এই প্রক্সি যুদ্ধের অস্তিত্বকে স্বীকার করেছেন।

 

এছাড়া রাশিয়া সতর্ক করে বলেছে, কিয়েভের প্রতি পশ্চিমা সমর্থন অব্যাহত রাখলে শান্তি আনার পরিবর্তে কেবল শত্রুতা দীর্ঘায়িত হবে।

 

(রাষ্ট্রবিজ্ঞানে, একটি প্রক্সি যুদ্ধ হল একটি সশস্ত্র সংঘাত যেখানে অন্তত একটি যুদ্ধবাজ পক্ষ বহিরাগত তৃতীয় পক্ষের শক্তি দ্বারা পরিচালিত বা সমর্থিত হয়।)

 

সূত্র: আর টি

]]>
সম্পূর্ণ পড়ুন