ইংল্যান্ডেও রোহিতের কাঁধেই ভরসা রাখছে ভারত

৩ সপ্তাহ আগে
অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হওয়ার পর থেকেই প্রশ্নটা জোরেশোরে উঠতে শুরু করে, রোহিত শর্মা তবে কি অধিনায়কত্ব ছাড়ছেন? টেস্টে অজিদের মাটিতে নাস্তানাবুদ হওয়ার আগে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছিল। প্রশ্ন তো উঠবেই।

টি-২০ বিশ্বকাপ জিতে অবসরের পর রোহিত দুই ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এরপরও নেতৃত্ব ছাড়ার আলোচনা সেভাবে ঢাকা পড়েনি। কিন্তু ভারত রোহিতের কাঁধেই ভরসা রাখছে।


আইপিএল শেষে জুনে ইংল্যান্ডে সফরে যাবে টিম ইন্ডিয়া। সেই সফরে রোহিতই ভারতকে নেতৃত্ব দেবেন। এর কারণ চ্যাম্পিয়ন্স টফি জয়। এ সম্পর্কে পিটিআইকে বিসিসিআইয়ে এক কর্মকর্তা বলেছেন, ‘নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাধারণ অধিনায়কত্বের পরেও ইংল্যান্ড সিরিজ়ে রোহিতই নেতৃত্ব দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও ভালো করেছে। তাই ওকে আরও একবার সুযোগ দেওয়া হবে।’


আরও পড়ুন: হোম ভেন্যু পেল আফগানিস্তান


ওই সফরের জন্য ভারত আইপিএলের শেষ সপ্তাহে দল ঘোষণা করবে। ওই কর্মকর্তা বলেছেন, ‘দল ঘোষণা করার জন্য এখনও অনেক সময় আছে। আইপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ না হওয়া পর্যন্ত দল ঘোষণা হবে না। কারণ, সেই সময়ে নির্বাচকেরা বুঝতে পারবে কাদের পাওয়া যাবে। আইপিএলে অনেক সময় ক্রিকেটাররা চোট পান। তাই আগে থেকে দল ঘোষণা না করে সময় নেওয়া হচ্ছে।


২০ জুন থেকে ইংল্যান্ডে ৪৫ দিনের সফর শুরু হবে ভারতের। ওই সফরে পাঁচটি টেস্ট খেলবে তারা। তার আগে মে-জুন মাসে ইংল্যান্ডের ‘এ’ দলের বিরুদ্ধে দুটি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল। সেখানে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার খেলবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন