ইঁদুর তাড়াতে ক্ষেতে বৈদ্যুতিক তার, নিজের পাতা ফাঁদেই প্রাণ গেল কৃষকের

৩ সপ্তাহ আগে
বরিশালের উজিরপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজাই মৃধা (৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক মুজাই মৃধাওই গ্রামের কাশেম মৃধার ছেলে।

 

প্রতিবেশীরা জানান, ক্ষেতের ধান ইঁদুরের হাত থেকে রক্ষায় কৃষক মুজাই মৃধা নিয়মিত বাড়ির পাশের জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখতেন। সোমবার দুপুরে বিদ্যুতের লাইন বন্ধ না করেই জমিতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন।

 

আরও পড়ুন: বিদ্যুতের শর্ট সার্কিটে বাঁশবাগানে আগুন, নেভাতে গিয়ে প্রাণ গেল যুবকের

 

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানায় নিয়ে যায়।

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ইঁদুরের হাত থেকে ধানের বীজ বাঁচাতে বিদ্যুতের লাইন সংযোগ দিতে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন