ই-স্পোর্টস বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ পড়ার শঙ্কায় বাংলাদেশ

৪ সপ্তাহ আগে
ই-স্পোর্টস বিশ্বকাপে এবারই প্রথম অংশ নেয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে প্রথম রাউন্ড শেষেই বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল রেড হকসের।

গতকাল (১৭ জুলাই) টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ১৭ নম্বরে নেমে গেছে রেড হকস।   দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে শুক্রবার (১৮ জুলাই) কমপক্ষে ৭০ পয়েন্ট অর্জন করে র‍্যাঙ্কিংয়ে ১২ নম্বরের মধ্যে আসতে হবে রেড হকসকে।

 

যদি আগামীকাল ১২ নম্বরের মধ্যে আসতে না পারে রেড হকস, তবে এখানেই শেষ হবে তাদের বিশ্বকাপ যাত্রা।

 

এর আগে গত মঙ্গলবার (১৫ জুলাই) ই-স্পোর্টস বিশ্বকাপে অংশ নিতে রিয়াদে গিয়ে পৌঁছায় বাংলাদেশের রেড হকস। ৩টি রাউন্ডে অনুষ্ঠিত হবে এবারের ম্যাচগুলো। ২০ জুলাই ফাইনালের মধ্য দিয়ে নিশ্চিত হবে কারা হচ্ছেন ফ্রি ফায়ারে বিশ্ব সেরা। 

 

আরও পড়ুন: ডোপিংয়ের দায়ে ৪ বছর নিষিদ্ধ ব্রিটিশ টেনিস তারকা

 

টিম রেড হকসের প্রতিপক্ষ বিশ্বের বিভিন্ন দেশের ১৭টি টিম। ওয়ার্ল্ড কাপে দলগুলো প্রথমে নকআউট, এরপর পয়েন্ট রাশ শেষে গ্র্যান্ড ফাইনাল খেলবে। সব মিলিয়ে দেশের ফ্রি ফায়ার কমিউনিটিতে চলছে টানটান উত্তেজনা।

]]>
সম্পূর্ণ পড়ুন