অনেকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের বিশেষায়িত কোনো ব্যাটিং কোচ নেই। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন-ই ব্যাটিংয়ের দায়িত্ব সামলে আসছিলেন। তবে সম্প্রতি ব্যাটারদের অবনমনে এই প্রসঙ্গ আবারও আলোচনায় আসে। বিদেশী কয়েকজনের সঙ্গে আলোচনা চলমান বলেও জানা গিয়েছিল। তবে এরই মধ্যে আপদকালীন হিসেবে দায়িত্ব পেলেন আশরাফুল। আজ (৩ নভেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের ব্যাটিং কোচ হিসেবে ঘোষণা করা হয়।
দীর্ঘ ৭ ঘণ্টার মিটিং শেষে সাংবাদিকদের সামনে সিদ্ধান্ত তুলে ধরা হয়। জাতীয় দলের সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাককে দেয়া হয়েছে টিম ডিরেক্টরের দায়িত্ব। আশরাফুলের মতো তাকেও শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, 'প্রথমত আশরাফুলের যে অভিজ্ঞতা আছে সেটা তো আছেই। তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয় বিশেষজ্ঞ ব্যাটিং কোর্স করেছে, লেভেল-থ্রি কোচিং কোর্স করেছে। এ ছাড়া আমাদের প্রিমিয়ার লিগ, বিপিএলে কোচিং করাচ্ছে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ওর যে অনেক অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতাটা যেন শেয়ার করতে পারে আমাদের খেলোয়াড়দের সাথে।'
আরও পড়ুন: মুশফিকের ৭ রানের অপেক্ষা, তিন দিনেই জয় রাজশাহীর
পুরোদস্তুর কোচ বনে যাওয়া আশরাফুল এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। স্বাদ পেয়েছেন গ্লোবাল সুপার লিগ জয়েরও। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের এই প্রথম সুপারস্টার।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং কোচের পদে একের পর এক পরিবর্তন এসেছে। নিক পোথাসের বিদায়ের পর স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন ডেভিড হেম্প। তিনি সরে যাওয়ার পর সিনিয়র সহকারী কোচের দায়িত্বের পাশাপাশি টাইগারদের ব্যাটিং কোচের ভূমিকাও পালন করেছেন মোহাম্মদ সালাউদ্দিন।
তবে, এ সময়ে টাইগারদের ব্যাটিং পারফরম্যান্স নেমেছে তলানিতে। ব্যাপক সমালোচনার মুখে আয়ারল্যান্ড সিরিজের আগে সালাউদ্দিনের জায়গায় ব্যাটিং কোচের দায়িত্ব আশরাফুলকে দেয়া হলো। তবে, এই সিদ্ধান্তের পেছনে সালাউদ্দিনের ওপর অনাস্থার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রাজ্জাক।
আরও পড়ুন: ঢাকার লিগে নতুন শর্তের প্রবর্তন বিসিবির
তিনি বলেন, 'সালাহউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। আসলে কারও ব্যর্থতার জন্য না। ওইখান থেকে সরানো হয়নি কাউকে, আশরাফুলকে অন্তর্ভূক্ত করা হয়েছে। কোচিং প্যানেলে আরও একজনকে যুক্ত করা হলো।'
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে পুনরায় বিদেশি কাউকে নিয়োগ দেয়ারও গুঞ্জন শোনা যাচ্ছিল। ব্যাটিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ব্রাড হজের নামও শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত অবশ্য সব গুঞ্জন জল্পনাই থেকে গেছে। আপাতত আশরাফুলের ওপরেই আস্থা রাখতে চায় বিসিবি।
তবে, জাতীয় দলের এই সাবেক অধিনায়কের সঙ্গে চুক্তি পরবর্তীতে আর বাড়ান হবে কি–না তা এখনও পরিষ্কার নয়। আপাতত দলের পারফরম্যান্সের দিকেই নজর রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। রাজ্জাক বলেন, 'এটা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। পরবর্তীতে ক্রিকেট বোর্ড অবশ্যই এই ব্যাপার নিয়ে আলোচনা করবে। অবশ্যই, আশরাফুলের জন্য একটা নতুন জায়গায়, আসুক, দেখুক এবং কাজ করুক। দেখা যাক কেমন করে, ফলাফল কী হয়। খুব স্বাভাবিক ব্যাপার পারফরম্যান্সের উপর সবকিছু নির্ভর করে।'

৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·