রোববার (১৮ মে) শেষ হয়েছে ডাচ লিগ। শেষ সপ্তাহে মাঠে নামার আগে আয়াক্স থেকে ১ পয়েন্টে এগিয়ে ছিল পিএসভি। ফলে শেষ ম্যাচে জয় পেলেও শিরোপা নিশ্চিত হবে তাদের। তাই হয়েছে, স্পার্তার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পিএসভি। একই সময় আয়াক্স এফসি টোয়েন্টিকে ২-০ গোলে হারায়। তবে তাতে কোন লাভ হয়নি। শিরোপা ওঠে পিএসভির হাতেই।
গত এপ্রিলে পিএসভি থেকে ৯ পয়েন্টে এগিয়ে ছিল আয়াক্স। শিরোপা নিশ্চিত করতে শেষ ৫ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট দরকার ছিল তাদের। তবে হঠাৎ যেন কি হয়ে যায় আয়াক্সের। শেষ ম্যাচ ছাড়া বাকি চার ম্যাচে জয় পায়নি দলটি। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে লিগ শিরোপা জিতে নিয়েছে পিএসভি।
আরও পড়ুন: ইউরোপের ফুটবলে মিরাকলের ২০২৫!
ইএসপিএন গ্লোবাল রিসার্চের মতে, আয়াক্সই প্রথম ইউরোপিয়ান দল যারা লিগের পাঁচ ম্যাচ বাকি থাকতে ৯ পয়েন্টে এগিয়ে থেকেও শিরোপা জিততে পারল না।
এদিকে ডাচ লিগে এটা পিএসভির ২৬তম শিরোপা। অপরদিকে ৩৬ শিরোপা নিয়ে সবার উপরে আয়াক্স।