সম্প্রতি কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ১৫ জুন এই ২৫ ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে প্রত্যেকের ব্যাংক হিসাব নম্বর, বকেয়া করের পরিমাণ, টিআইএন নম্বর ও পাসপোর্ট নম্বর উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: নতুন নোটে ভোগান্তি সাধারণের
যাদের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে তারা হলেন-হাজী কামাল উদ্দিন, গোলাম মাওলা, ওসমান গণি, আশরাফ হোসেন, মো. জহিরুল হক, জাহিদুর রহমান সিদ্দিক, জোৎস্না বেগম, ইউসুফ আলী, সাব্বির হোসেন বাপ্পি, জামাল উদ্দিন চৌধুরী, আল আমিন চৌধুরী, ইরফান সেলিম, কাজী রুবায়েত হাসান, নুসরাত ফারিয়া, নাসিমা খান, নুসরাত ইয়াসমিন তিশা, সাবিলা নূর, রেজাউল করিম (বাপ্পারাজ), এ. কে. এম মোশারফ হোসেন, শবনম পারভীন, পারভীন জামান মৌসুমী, আহমেদ শরীফ, নৃত্তাঞ্চল, এ. কে. এম. হুমায়ন কবির ও মো. মিকাইল হোসেন।
এনবিআর সূত্রে জানা গেছে, বকেয়া কর পরিশোধের জন্য এরই মধ্যে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। অনেকেই সময় চেয়েছেন। বকেয়া পরিশোধ হলেই তাদের ব্যাংক হিসাব পুনরায় সচল হবে।
]]>