এর আগে রাত ১২টা ৫০ মিনিটে সোহরাওয়ার্দী হল সংসদে ভিপি (সহসভাপতি) পদে ভোট কারচুপির অভিযোগ এনে কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখা হয়। ছাত্রদলের নেতা-কর্মীরা এ পদের ভোট আবার গণনা দাবি করেছিলেন।
ছাত্রদলের নেতারা জানান, উপ-উপাচার্য তাদের এ পদের বিষয়ে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন। এ কারণে তাকে ছাড়া হয়েছে৷
এর আগে রাত ১টার দিকে সোহরাওয়ার্দী হল সংসদে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীকে কারচুপির মাধ্যমে হারানোর অভিযোগ করে সংগঠনটি। এ সময় তারা প্রকৌশল অনুষদের ৩১২ নম্বর কক্ষের ভোট পুনরায় গণনার দাবি জানান। পরে রাত আড়াইটার দিকে পুলিশ এসে সহ-উপাচার্যকে প্রকৌশল অনুষদ থেকে বের করে নেওয়ার চেষ্টা করে। তবে ভবনের ফটক থেকে বের করতেই আবার পথ আটকান ছাত্রদলের নেতা-কর্মীরা। রাত পৌনে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সহ-উপাচার্য অবরুদ্ধ ছিলেন।
ছাত্রদলের নেতা-কর্মীদের অভিযোগ, সোহরাওয়ার্দী হলে ভিপি পদে জমাদিউল আওয়ালকে কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। তাকে ১ হাজার ২০৩ ভোট দেওয়া হয়েছে, এই পদে ছাত্রশিবির সমর্থিত নেয়ামত উল্লাহ ১ হাজার ২০৬ ভোট পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে অংশ নেয় ১৩টি প্যানেল, মোট ২৩২ পদে প্রার্থী ৯০৮ জন।
আরও পড়ুন: ফল ঘোষণা নিয়ে ছাত্রদল-শিবিরে উত্তেজনা, উপ-উপাচার্য অবরুদ্ধ
নির্বাচনে ভোটারদের ৪০টি ভোট দিতে হয়েছে, এর মধ্যে ২৬টি কেন্দ্রীয় সংসদের এবং ১৪টি হল সংসদের পদে। সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে ভোট দেয়ার সময় নির্ধারিত থাকলেও কমিশন জানিয়েছে, ভোটাররা পর্যাপ্ত সময় নিয়ে ভোট দিতে পেরেছেন।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ব্যালট পেপারে, আর গণনা করা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। কেন্দ্রীয় সংসদের ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন, যাদের মধ্যে নারী প্রার্থী ৪৭ জন।

১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·