বড়দিন উপলক্ষে বিশ্বের বহু দেশ রঙিন সাজে সেজে উঠলেও, সাজের আতিশয্য নেই খোদ যীশু খ্রিষ্টের জন্মস্থান বেথলেহেমে। খ্রিষ্ট ধর্মাবলম্বী মানুষদের জন্য পবিত্র এই শহরটির চারদিকে শুধু বিষণ্ণভাব। বিশেষ এই দিনটি উপলক্ষে নেই তেমন কোনো আলোকসজ্জা, নেই কোনো পর্যটক, এমনকি আয়োজনের মূল আকর্ষণ শহরটির ম্যাঞ্জার স্কয়ারে অন্যান্য বারের মতো নেই বড় কোনো ক্রিসমাস ট্রিও।
অথচ এই স্থানটিতেই বড়দিন উপলক্ষে সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ আসতেন দিনটির চমৎকার উদযাপন দেখতে। অন্যান্য বছরগুলোতে চমৎকার সাজে সাজানো হতো স্থানটিকে।
আরও পড়ুন: আজ বড়দিন, গির্জায় গির্জায় চলছে প্রার্থনা
গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর টানা দ্বিতীয়বারের মতো কোনোরকম আয়োজন ছাড়াই স্থানটিতে বড়দিন পালিত হচ্ছে। গাজা যুদ্ধে নিহতদের স্মরণে এবারের উদযাপন রাখা হয়েছে খুবই সাধারণ ও অনাড়ম্বরপূর্ণ। শুধু ধর্মীয় নিয়মকানুনের মধ্য দিয়েই পালিত হবে খ্রিষ্টধর্মের সবচেয়ে বড় এই উৎসব।
এমন নিশ্চুপ উদযাপনের অন্যতম উদ্দেশ্য ফিলিস্তিনের বাস্তবতাকে তুলে ধরা। আয়োজনের নীরবতার বাণীর মাধ্যমে ফিলিস্তিনের বাসিন্দাদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে আহ্বান জানাতে চেয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র।
]]>