এই ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হাফেজ আল-আসাদের জ্বলন্ত কবরের পাশে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন বিদ্রোহী যোদ্ধা।
সে সময় আসাদের বাবার কবরের একাংশ দাউ দাউ করে জ্বলছিল। এতে একটি কফিনও আগুনে পুড়িয়ে দেয়া হয়। ধারণা করা হচ্ছে, কফিনটি ওই কবর থেকে তোলা হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়।
আরও পড়ুন:‘নতুন যুগের সূচনা’, সিরিয়াকে সহায়তায় প্রস্তুত তুরস্ক
আসাদের বাবা হাফেজ ২০০০ সালে মারা যান এবং তাকে পরিবারের পৈতৃক ভিটা কারদাহাতে কবর দেয়া হয়। তিনি ১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়া শাসন করেন।
গত রোববার সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে। এর আগে টানা অভিযান চালিয়ে তারা সিরিয়ার বড় শহরগুলো দখল করে নেয়। এক পর্যায়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যেতে বাধ্য হন।
আরও পড়ুন:শান্তির বার্তা দিয়ে সিরিয়ায় রাতভর হামলা ইসরাইল-যুক্তরাষ্ট্রের
]]>