আশুলিয়ায় মাদক কারবারি ও সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

১ সপ্তাহে আগে
ঢাকার আশুলিয়ায় সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও মাদক প্রতিরোধে সংবাদ সম্মেলন করেছেন খেজুরটেক এলাকার বাসিন্দারা। চিহ্নিত মাদক কারবারি মজিবর ও সৈকতসহ তাদের দলবলের বিচার দাবি করেন এলাকাবাসী।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম। এতে স্থানীয় প্রায় দুই শতাধিক বাসিন্দা এবং সন্ত্রাসী পরিবারের হাতে নির্যাতিত ভুক্তভোগীরা অংশ নেন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, খেজুরটেক এলাকার কোরবান আলীর ছেলে মজিবর রহমান ও তার ছেলে সামিউল আলম সৈকত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা আওয়ামী লীগের আমল থেকে মাদক কারবার চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের গ্রেফতার করা হচ্ছে না।

 

আরও পড়ুন: ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

 

গত ৭ এপ্রিল ঢাকা-আরিচা মহাসড়কের পাশে স্থানীয় বাসিন্দারা মজিবর রহমান ও তার ছেলের বিচার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করার পর বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও জানান শফিকুল ইসলাম। ওইদিন মানববন্ধনে যারা অংশ নেয় সবাই এখন আতঙ্কে আছেন উল্লেখ করে তারা পুলিশ ও প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন