সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট বেড়িবাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের মাধ্যমে দিনব্যাপী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়েছে। ব্যবস্থাপত্র অনুযায়ী, বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে। এ সময় জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র মানুষের জন্য চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।
আরও পড়ুন: সাধারণ মানুষকেও চিকিৎসাসেবা দেবে রেলওয়ের হাসপাতালগুলো: ফাওজুল কবির
জিওসি ৫৫ পদাতিক ডিভিশন অবহিত করেন, যে কোনো ধরনের দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ জনগণের পাশে থাকে, এ মেডিকেল ক্যাম্পেইন তারই অংশ। বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ জনকল্যাণ এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন কমান্ডার ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সাতক্ষীরা সেনা ক্যাম্প কমান্ডার লে. কর্নেল চৌধুরী নাবিদ রিফাত ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ মেডিকেল ক্যাম্পেইন আনুলিয়া ইউনিয়নের প্রায় এক হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়েছে।