আল্লাহ, কবে হবে এর বিচার: আসিফ নজরুল

৩ সপ্তাহ আগে
ফিলিস্তিনের গাজায় প্রতিদিন ইসরাইলের নারকীয়ভাবে শত শত নিরীহ নারী-পুরুষ ও শিশু হত্যায় আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (৫ এপ্রিল) ইমতিয়াজ মাহমুদ নামে এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর গাজায় ইসরাইলি হামলার একটি ভিডিও শেয়ার করেন তিনি।


ক্যাপশনে আইন উপদেষ্টা বলেন, ‘আল্লাহ, প্রভু আমার, কবে হবে এর বিচার! কবে হবে এই নারকীয়তার অবসান!’


এদিকে শুক্রবারও (৪ এপ্রিল) গাজার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী এবং শিশু রয়েছে বলে জানিয়েছে হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
 

আরও পড়ুন: গাজার স্কুলে বর্বর হামলা ইসরাইলের, শিশুসহ নিহত ২৭


স্থানীয় একটি হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানায়, গাজা শহরের উত্তর-পূর্বাঞ্চলীয় তুফাহ জেলার দার আল-আরকাম স্কুলে এ হামলা চালানো হয়। প্রাণহানির পাশাপাশি এতে বহু মানুষ আহত হয়েছেন।


বৃহস্পতিবারও (৩ এপ্রিল) গাজায় অন্তত তিনটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। এতে প্রাণ গেছে কমপক্ষে ৩৩ জনের।

]]>
সম্পূর্ণ পড়ুন