মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে আলমডাঙ্গা হাটবোয়ালিয়া গ্রামের সমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোয়াদ মালিথা (১৭) মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের দুলাল মালিথা ছেলে। আহতরা হলো মেহেরপুর গাংনী ভোলাডাঙ্গা গ্রামের খান বাহাদুর ও সাগর। আহত রনির বাড়ির চুয়াডাঙ্গায়।
আরও পড়ুন: এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা: চালক ওয়াশরুমে, গাড়ি নিয়ে ‘পালাচ্ছিলেন’ আরোহীরা!
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, সোয়াদ তার দুই বন্ধুকে নিয়ে হাটবোয়ালিয়া বাজার থেকে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। হাটবোয়ালিয়া সড়কের কামাল সমিলের কাছে পৌঁছালে গাংনী থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই মোটরসাইকেলে থাকা চারজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
সংঘর্ষে মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় সোয়াদ ও তার দুই বন্ধুকে হারদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোয়াদকে মৃত ঘোষণা করেন। একইসঙ্গে আহত চুয়াডাঙ্গার রনিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ হেফাজতে নিয়েছে বলেও জানান ওসি মাসুদুর রহমান। তিনি আরও বলেন, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা আছে। আইনগত প্রক্রিয়া মেনে মরদেহ হস্তান্তর করা হবে।
]]>