আল নাসরের জয়ের রাতে রোনালদোর চোখধাঁধানো গোল

৩ দিন আগে
সৌদি প্রো লিগে সহজ জয় পেয়েছে আল নাসর। ঘরের মাঠে আল খালিজকে ৪-১ গোলে হারিয়েছে তারা। তবে আল নাসরের জয় ম্যাচের মূল আকর্ষণ ছিল না, ছিল রোনালদোর বাইসাইকেল কিকে গোল করাটা। ৪০ বছর পার করা পর্তুগিজ এই তারকার চোখধাঁধানো গোল সবাইকে অবাক করেছে।

বর্ণাঢ্য ক্যারিয়ারজুড়ে অনেক দর্শনীয় গোল করেছেন রোনালদো। তেমনই একটির দেখা মিলল সৌদি প্রো লিগে আল নাস্‌র ও আল খালিজের ম্যাচে। ৪০ বছর বয়সে এসে রোনালদোর এমন গোল প্রমাণ করে দেয়, তার ফিটনেসের মান এখনও কতটা উঁচুতে।


একই সঙ্গে গোলটি মনে করিয়ে দেয়, সাত বছর আগে জুভেন্টাসের জার্সিতে বাইসাইকেল কিকে তার একইরকম গোলের কথাও।


আরও পড়ুন: আমার ছেলে রোনালদোর বড় ভক্ত: ট্রাম্প 


রোববার রোনালদো গোলটি করেছেন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। তার আগে জালের দেখা পেয়েছেন জোয়াও ফেলিক্স, ওয়েসলি ও সাদিও মানে।


হাজার গোলের পথে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা হলো ৯৫৪, এবারের সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ১০টি। একটি গোল বেশি করে লিগের সর্বোচ্চ স্কোরারের তালিকায় তার ওপরে আছেন কেবল ক্লাব সতীর্থ ফেলিক্স।


৯ ম্যাচে শতভাগ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আল হিলাল।

]]>
সম্পূর্ণ পড়ুন