ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে বুধবার (০১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ওয়াফা বলছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি, অভ্যন্তরীণ এবং যোগাযোগমন্ত্রীরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হিসেবে বলা হয়েছে, চ্যানেলটিতে সম্প্রচারিত উপাদান ‘প্রতারণামূলক’ এবং ‘বিরোধ সৃষ্টিকারী’ ছিল।
তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি ওয়াফা।
আরও পড়ুন: গাজায় ১৪ মাসে ২২২ জন সাংবাদিক হত্যা করেছে ইসরাইল: রিপোর্ট
আদেশে বলা হয়েছে, সিদ্ধান্তটি অস্থায়ী। কিন্তু কতদিন তা বহাল থাকবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
এর আগে, গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী সংঘাতের খবর কভারেজ নিয়ে জন্য আল জাজিরার সমালোচনা করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং তাদের সাংবাদিকদের পশ্চিম তীর থেকে ভীতি ছাড়াই স্বাধীনভাবে রিপোর্ট করার অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা।
আরও পড়ুন: কোথাও উৎসব কোথাও হত্যাযজ্ঞ, গাজা কি বিশ্ব থেকে বিচ্ছিন্ন?
যদিও হামাস পরিচালিত গাজায় আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে মনে করা হচ্ছে। কারণ গাজায় কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স